যশোর অফিস: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের সফট স্কিল ও ভাষা শিক্ষার উন্নয়নে সেন্টার ফর ট্রেইনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের (সিটিএসডি) যাত্রা শুরু হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবিই প্রথম এই উদ্যোগ গ্রহণ করল।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে ‘রাইটিং টুলকিট’ বিষয়ক ওরিয়েন্টেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ সিটিএসডির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের দক্ষতা ও ভাষা শিক্ষার উন্নয়নের যে স্বপ্ন দেখেছিলাম, আজ তা বাস্তবায়িত হলো। এই সেন্টার শিক্ষার্থীদের সফট স্কিল, যোগাযোগ দক্ষতা ও ভাষাজ্ঞান বাড়িয়ে বিশ্ববাজারে প্রতিযোগিতার উপযোগী করে তুলবে।”
সিটিএসডির পরিচালক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন সভাপতির বক্তব্যে জানান, শিক্ষার্থীরা এখান থেকে সফট স্কিল, ভাষা শিক্ষা ও যোগাযোগ দক্ষতা অর্জন করে দেশ-জাতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুরুতে ইংরেজিসহ জাপানি, চায়নিজ, জার্মান, আরবি, কোরিয়ান, ফ্রেঞ্চ ও স্প্যানিশ—মোট আটটি ভাষা শেখার সুযোগ থাকবে। পাশাপাশি সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করা হবে। উদ্বোধনের দিন শতাধিক শিক্ষার্থীকে ফুল ও শিক্ষাসামগ্রী দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ কে এম ওয়ালিউল ইসলাম। আরও বক্তব্য রাখেন সিটিএসডির উপ-পরিচালক ড. কামরুল ইসলাম, জিইবিটি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন সিটিএসডির উপ-পরিচালক ড. অভিনু কিবরিয়া।