আমাদের ছেলেরা যা পারেনি মেয়েরা তা পেরেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা অফিস: সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহ বাড়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ-২০২২ জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এসময় সাফজয়ী নারীদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ছেলেরা যা পারেনি, মেয়েরা তা পেরেছে।’

ক্রীড়া নিয়ে পারিবারিক স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, ‘আমার বাসাটাই ছিল স্পোর্টস জগৎ। আমার দাদা ফুটবল খেলতেন, আমার বাবা ফুটবল খেলতেন। আমার দাদা ও আমার বাবা খেলায় প্রতিদ্বন্দ্বী ছিলেন। আমার ভাই শেখ কামাল ফুটবল খেলতেন। জামাল ফুটবল-ক্রিকেট খেলতেন। আসলে খেলার জগতে আসলেই আমার পরিবারের কথা মনে পড়ে।’

সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর হাতে তাদের চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বক্তব্য রাখেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্মারক প্রদান করেন বাফুফের সভাপতি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ।