যশোর অফিস
যশোর অভয়নগরের নওয়াপাড়ার বহুলালোচিত চঁাদাবাজি মামলায় কামরুজ্জামান মিঠুর একদিনের রিমান্ড মঞ্জুর ও অপর আসামি আসাদুজ্জামান জনির রিমান্ড না মঞ্জুর করেছে আদালত। বুধবার অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছে। কামরুজ্জামান মিঠু নওপাড়ার জয়নালের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, মেহেদী হাসান নওপার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। জনিকে চঁাদা হিসেবে ১ লাখ টাকা দিতে হয়েছিল। ৭ জুলাই মিঠু ফোন করে মেহেদী হাসানকে দেখা করতে বলেন জনি অফিসে। মেহেদী হাসান রাতে জনি অফিসে গেলে জনি জমি বিক্রির ৩০ লাখ টাকা লাভ হয়েছে বলে চঁাদা দাবি করে। চঁাদার টাকা দিতে অস্বীকার কারায় জনি, মিঠু, সাবিক, সম্রাট মারপিট করে মেহেদীকে দিয়ে স্বাম্পে স্বাক্ষর করে নিতে চায়। এরপর আসামিরা মেহেদীকে তার বাড়ি নিয়ে গিয়ে চঁাদার টাকা বাবদ চেক দিতে বলে। এক পর্যায়ে আসামিদের ভয়ে মেহেদীর স্ত্রী একটি ৫০ হাজার টাকার স্বাক্ষরিত চেক ও অপর দুইটি টাকার অংক লেখা স্বাক্ষর বিহীন চেক দিলে তা নিয়ে তারা দ্রুত চলে যায়। আসামিরা ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে য়ে। পরদিন স্বাক্ষর বিহীন চেকে স্বাক্ষর করে না দিলে খুন-জখম করবে বলে হুমকি দেয়। আসামিদের ভয়ে মেহেদীর পরিবার বাড়ি ছাড়া। এ ঘটনায় ১৩ আগস্ট মেহেদীর স্ত্রী আদালতে মামলা করেন। আদালতের আদেশে অভিযোগটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়। মামলার তদন্তকারী কর্মর্তা এসআই মিহির মন্ডল গত ২৮ আগস্ট আটক দুইজনের ৭ দিন করে রিমান্ড আবেদন করে আদালতে। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক মিঠুর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।