যশোরে যৌতুকের মটর সাইকেল দাবির প্রতিবাদ করায় গৃহবধূকে নির্যাতন স্বামী গ্রেফতার

Share

বিশেষ প্রতিনিধি
মটর সাইকেল কেনার টাকা যৌতুক হিসবে আনতে বললে দিতে অপারগতা প্রকাশ করায় স্বামী,শ^শুর ও ননদের নির্যাতনে গৃহবধূ বিউটি আক্তার (২৪) কোতয়ালি থানায় মামলা করেছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে মামলা করেন নির্যাতনের শিকার গৃহবধূ। মামলায় আসামী করেন, যশোর শহরের পশ্চিম বারান্দি খালদার রাড, বারান্দি পাড়া কদমতলা বর্তমান শহরতলী ঝুমঝুমপুর বর্ডারগার্ডের পাশে মদিনা টাওয়ার ৭মতলা ভবনর লিফটের ৬তলার ভাড়াটিয়া ফজলুল হকের ছেলে মেহেদী হাসান, শ^শুর ফজলুল হক ও ননদ সদর উপজলার ঝুমঝুমপুর চাদের মোড় এলাকার সোহেল এর স্ত্রী মিষ্টি। পুলিশ মেহেদী হাসানকে গভীর রাতে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
মামলায় গৃহবধূ উল্লেখ করেন, মাহদী হাসানের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় ও সর্ম্পক তৌরী। পরে পারিবারিক ভাবে তাদের মধ্যো বিগত ২০২৩ সালের ১৯ নভেম্বর ১লাখ টাকা দেন মোহরে বিয়ে হয়। বিয়র পরে মেয়ের সুখের কথা চিন্তা করে সাংসারিক আসবাবপত্রসহ বিভিন মালামাল ও নগদ ৭৫ হাজার টাকা গৃহবধূর পিতা প্রদান করেন। গহবধূ শ^শুর বাড়িতে থাকা কালীন সময় শ^শুর ও ননদের কু-প্ররোচনায় স্বামী মেহেদী হাসান তার পিতার সাথে ফলের ব্যবসা করার জন্য সাড়ে  ৩লাখ টাকা পিতার বাড়ি হত আনতে বলে। টাকা আনার কথা অস্বীকার করলে নির্যাতন শুরু করে। পরবর্তীতে গৃহবধূ তার পিতার বাড়ি মাগুরায় চলে যায়। প্রায় ৪ মাস পর মেহেদী হাসান পুনরায় গৃহবধূকে তার পিতার বাড়ি হতে এনে সংসার করতে থাকে। এর এক পর্যায়ে স্বামী মেহদী মাটর সাইকেল কেনার বাবদ গৃহবধূকে তার পিতার বাড়ি হতে ৪লাখ টাকা এন দিতে বলে। গত জুলাই মাসর ২২ তারিখর সন্ধ্যায় গহবধূকে যৌতুক এনে দিতে বললে তিনি রাজী না হওয়ায় কথা কাটাকার্টির এক পর্যায়ে গৃহবধূর বাম চোখে ঘুষি মেরে ড্রেসিং টেবিলের গ্লাস ভেঙ্গে গৃহবধূর কপালে কাচের টুকরা দিয় আঘাত করে। স্বামীসহ তার পিতা ও বানো গৃহবধূকে নির্যাতন করায় তিনি হাসপাতাল প্রাথমিক চিকিৎসা নিয়ে আসার পর কাতয়ালি থানায় মামলা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা মঙ্গলবার ২ সেপ্টেম্বর গভীর রাতে ঝুমঝুমপুর এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেণ।

Read more