বিশেষ প্রতিনিধি
যশার,নড়াইল ও খুলনা জেলা পরিষদের দুই প্রধান নিবার্হী ও একজন নির্বাহী কর্মকর্তাক বদলী করা হয়েছ। স্থানীয় সরকার,পল্লী উন্য়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা থেকে গত মঙ্গলবার ২ সেপ্টেম্বর ৪৬.০০.২৫.১৯১৬ স্মারক রাষ্ট্রপতির আদশক্রমে উপসচিব খাদ্যকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (প্রশাসন) ক্যাডারর কর্মকর্তাগণকে জনস্বার্থ প্রধান নির্বাহী/ নির্বাহী কর্মকর্তা পদে বদলী পূর্বক প্রেষণ পদায়ণ করা হলা। এরা হচ্ছে,জলা পরিষদ যশারের নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামানকে নড়াইল জেলা পরিষদ, জেলা পরিষদ খুলনার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রাজাক জেলা পরিষদ,ঝিনাইদাহ ও জেলা পরিষদ নড়াইলর নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানক জেলা পরিষদ,সাতক্ষীরায় নির্বাহী কর্মকর্তা হিসবে বদলী করা হয়েছে। প্রজ্ঞাপন ৪ সপ্টম্বও তারিখের মধ্য বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন,অন্যথায় ওই দিন অপরাহ্ন তাৎক্ষনিক অবমুক্ত (স্টান্ড রিলিজ) হবেন বলা হয়েছে।