বিদ্রোহী কবির জন্মজয়ন্তীতে বিএসপির আলোচনা সভা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি : জাতীয় কবি, মানবতার কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মজয়ন্তী উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের উদ্যোগে ভার্চুয়ালে কবিতা আবৃত্তি, আলোচনাসভা ও সঙ্গীতানুষ্ঠান সোমবার বিকালে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কবি কাজী রকিবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো. মুস্তাফিজুর রহমান, আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক ড. মীরাতুন নাহার (ভারত), বিশিষ্ট শিক্ষাবিদ, কবি ড. শাহনাজ পারভীন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।
মো. মোস্তাফিজুর রহমানের উপস্থাপনার কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী জাহান আরা খান কোহিনূর, শাহরিয়ার সোহেল, স্বপ্না সাহা (ভারত), রবিউল হাসনাত সজল, সোনিয়া সুলতানা চাঁপা, এম এ কাশেম মিয়া, অরুন বর্মণ, কাজী নূর।
সঙ্গীত পরিবেশন করেন শাহ আলম খসরু, শ্যামশ্রী সরকার (ভারত), শাহ নেওয়াজ সজীব প্রমুখ।