যশোরে বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম  খালেদা জিয়ার নাগরিক শোক সভা অনুষ্ঠিত

Share

যশোর অফিস 
 বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার স্মরণে গতকাল যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত হয় এক নাগরিক শোক সভা। জেলা বিএনপির সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ সদর আসনে ধানের শীষ প্রতিকের এমপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চলনায় নাগরিক শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ন্যাপ ভাসানীর জেলা সম্পাদক এ্যাড. এনামুল হক, লেখক গবেষক বেনজীন খান, অধ্যক্ষ আইয়ুব হোসেন, এনসিপির জেলা সমন্বয়ক নুরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সমন্বয়ক রাশেদ খান, জেলা জামায়াতের সেক্রেটারী এম জাফর আহমেদ,টিইউসির জেলা সম্পাদক মাহাবুবুর রহমান মজনু, জেলা উদিচীর সম্পাদক এ্যাড. হিরু, জেলা ইমাম পরিষদের সহ সভাপতি মাওলানা আব্দুল মান্নান,মানবাধিকার সংগঠক বিনয় কৃষ্ণ মল্লিক, প্রেস ক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম উদ দ্দৌলাহ, জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, বিশিষ্ঠ ব্যবসায়ী শ্যামল দাস,বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতা তসলিমুর রহমান প্রমুখ। সভায় বক্তারা প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি মা, মাটি ও মানুষের জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি কখনো ইসলাম ও রাষ্ট্র বিরোধী কোন কর্মকান্ডে সায় দেননি। তিনি ছিলেন সততা ,ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এক আপোষহীন নেত্রী। তিনি বার বার বলেছেন, বাংলাদেশ আমার একমাত্র ঠিকানা। এই দেশ ছাড়া সারা বিশ্বে আমার কোন ঠিকানা নেই। তাই শত চেষ্টা করেও পতিত স্বৈরাচার ফ্যাসিষ্ট হাসিনা ও তার সরকার শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত ভিটে থেকে বেগম জিয়াকে এক কাপড়ে উচ্ছেদ করতে পারলেও তাকে কখনো দেশ ছাড়া করতে পারেননি। তিনি দেশের মানুষকে এবং এই দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে ভালোবেসে এই মাটিতেই জীবন বিসর্জন করেছেন। তাইতো কোটি কোটি মানুষের হৃদয়ের ভালোবাসা ও চোখের পানিতে সিক্ত হয়ে তিনি এই বাংলাদেশের মাটিতেই চিরনিদ্রায় স্বামীর কবরের পাশে শায়িত আছেন। আর যারা কথায় কথায় বলতো শেখে বেটি পালায় না, তারা জনরোষের শিকার হয়ে প্রাণ বঁাচাতে দাদাদের ঘরে আশ্রয় নিতে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এবং শহীদ বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া নীতি ও নৈতিকতায় ভরপুর বিএনপিকে আরো শক্তিশালী করতে প্রয়াত দুই মহান নেতার আদর্শ ধরে রাখার জন্য বিএনপির কোটি কোটি কর্মী সমর্থক ও নেতাদের প্রতি আহবান জানান। তারা বলেন, এই দুই মহান নেতার নীতি ও আদর্শ থেকে বিচ্যুতি ঘটলে বিএনপির প্রতি মানুষের যেমন আস্থা হারাবে তেমনি স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রটি তার স্বাধীনতা হারাবে।
পরে প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে তীব্র শীতের মধ্যেও টাউন হল মাঠ কাঁনায় কঁানায় পূর্ণ হয়ে ওঠে।

Read more