যশোর অফিস
যশোরের রামনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক অসহায় পরিবারের জন্য দুই কক্ষবিশিষ্ট একটি বসতঘর নির্মাণ করা হয়েছে। সংগঠনটির রামনগর ইউনিয়ন শাখার সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেনের তত্ত্বাবধানে এবং স্থানীয় যুবকদের সহযোগিতায় মোল্লাপাড়া এলাকার আজিম উদ্দিনের পরিবারের জন্য এ ঘর নির্মাণ করা হয়।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নবনির্মিত ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সদর উপজেলা শাখার অর্থ সম্পাদক মাস্টার আব্দুর রহিম। এ সময় রামনগর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর প্রবল বর্ষণে আজিম উদ্দিনের ঘর ভেঙে পড়লে তার পাঁচ সদস্যের পরিবারটি চরম সংকটে পড়ে। বিষয়টি নজরে এলে মানবিক বিবেচনায় স্থায়ী ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবতার সেবাই এ উদ্যোগের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।