যশোর অফিস
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের সিতারামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সিতারামপুর মনা ফুড মাঠে এলাকাবাসীর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যশোর জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাসিম রেজা নাসির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এম এ জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ফারুক হোসেন।
বক্তারা বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী ও মমতাময়ী মা। তার আদর্শ ও নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে সবাইকে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সুযোগ্য পুত্র দক্ষিণ বঙ্গের গণমানুষের নেতা বিএনপির মনোনয়নপ্রাপ্ত অনিন্দ্য ইসলাম অমিতকে যশোর সদর-৩ আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে সবাইকে ওয়াদাবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মঈন, মহিলা নেত্রী রুবিনা খাতুন, ময়না, সাবিনা, মুস্তাফিজুর রহমান, বেলায়েত হোসেন, সনেট, নজরুল ইসলাম, আব্বাস হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী।
পরিশেষে মাওলানা শামীম হোসেনের পরিচালনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।