যশোর অফিস:
যশোর শহরের রেলগেট এলাকায় গরম পানিতে পড়ে এক শিশু দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আহত শিশুটির নাম আন্নাফি (৬)। সে কোতোয়ালি থানার রেলগেট এলাকার বাসিন্দা এবং আক্তারুজ্জামানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে গোসলের জন্য রাখা গরম পানির কাছে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত শিশুটি ওই পানির ওপর পড়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালের মহিলা ও শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকরা জানান, শিশুটির অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।