যশোরে এক যুবকের কাছে ৫লাখ টাকা চাঁদাদাবি মারপিট করে নগদ টাকা নেওয়ার ঘটনায় মামলা

বিশেষ প্রতিনিধি
সন্ত্রাসীরা এক যুবককে অকথ্য ভাষায় গালিগালাজ করে ৫লাখ টাকা চাঁদাদাবি করে নগদ ১০ হাজার টাকা নিয়েছে।বাকী টাকার জন্য পথের গতিরোধ করে মারপিট করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় সেনা বাহিনীর টহলদল ঘটনাস্থলে পৌছে আলী হোসেন ওরফে সাগর নামে এক সন্ত্রাসী চাঁদাবাজকে ধরে পুলিশে দিয়েছে। সে যশোর সদর উপজেলার মেদিয়া গ্রামে বর্তমানে একই উপজেলার বি পতেঙ্গালী (নানা বজলু শেখ,মামা আশাদুল এর বাড়ি) এর মৃত মোজাহার গাজী ওরফে মুজার আলীর ছেলে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীসহ তার সহযোগী অজ্ঞাতনামা ৭/৮ জন উল্লে করেছেন।
শনিবার দিবাগত গভীর রাতে মামলাটি করেন, ঝিনাইদহ জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন।
মামলায় বাদি উল্লেখ  করেন, গ্রেফতারকৃত আসামী সাগর এর বাড়ি বাদির বোনের বাড়ির পাশে। বাদিকে সাগর চেনে ও জানে। আসামীগন এলাকায় চিহ্নিত চাঁদাবাজ। বাদির বোন নেহার বাবু যশোর সদরের কৃষ্ণবাটি গ্রামে স্বামী আবুল কালামের সাথে বসবাস করার সময় আবুল কালাম শারিরীক ভাবে অসুস্থ্য থাকায় বাদি অনুমান ১ মাস যাবত উক্ত বোনের  বাড়িতে থেকে বাদি তার বোনাইকে চিকিৎসা করে আসছে। উক্ত সাগরসহ তার অজ্ঞাতনামা সহযোগী সন্ত্রাসীরা গত শনিবার ১৪ ডিসেম্বর দুপুর আড়াইটার সময় বাদির বোনের বাড়িতে ঢুকে কোন কিছু না বলে বাদিকে অকথ্য ভাষায় গালিগালাজক শুরু করে। সন্ত্রাসীরা বলে তুই ব্যবসা ও আওয়ামীলীগের সমর্থন করিস বিধায় বাদিকে ৫লাখ টাকা চাঁদা দিতে হবে। পরবর্তীতে সংবাদ পেয়ে স্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে উক্ত সন্ত্রাসীদের সাথে ৫০ হাজার টাকায় সমঝোতা হয় এবং তৎক্ষনিক বাদি আসামীদের ১০ হাজার টাকা প্রদান করেন। বাকী ৪০ হাজার টাকা সন্ধ্যার  দিকে দিতে চাইলে আসামীগন ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে বাদির ছেলের অসুস্থ্যতার সংবাদ পেয়ে মোটর সাইকেল যোগে বাদি তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে সন্ধ্যা সাড়ে ৬ টার সময় সদর উপজেলার পুলেরহাট এলাকার আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌছানো মাত্রই উক্ত আসামীসহ তাদের অজ্ঞাতনামা