আদর্শ ও সুনাগরিক গড়ে তোলার লক্ষে অনুষ্ঠিত হয়েছে বেসরকারী বৃত্তি পরীক্ষা

নিজেস্ব প্রতিবেদক
সন্তানদেরকে প্রতিযোগীতামূলক শিক্ষা গ্রহনের মাধ্যমে সমাজে প্রতিষ্টিত করার স্বপ্ন দেখে প্রতিটি মা-বাবা। আর এই স্বপ্ন বাস্তবায়নে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের লক্ষে আরও এক ধাপ এগিয়ে এলো স্বপ্নচারী আইডিয়াল স্কুলে।
এজন্য স্বপ্নচারী আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত হলো বেসরকারী বৃত্তি পরীক্ষা। স্বপ্নচারী সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি-২০২৪ এর এই পরীক্ষায় যশোর শহরের জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল, পুলিশ লাইন স্কুল, দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ সহ প্রায় ৪০টির অধিক স্কুলের ৪ শতাধিক মেধাবী-শিক্ষার্থীরা ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে।
বিগত ২০২৩ সাল থেকে স্বপ্নচারী সমাজকল্যাণ সংস্থা যশোরের শিক্ষার্থীদের জন্য এ মেধাবৃত্তির আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মধ্যে থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে এককালীন নগদ অর্থ, ক্রেস্ট এবং সম্মাননা সনদ প্রদান করা হবে।
স্বপ্নচারী সমাজকল্যাণ সংস্থা’র উপদেষ্টা কামরুল ইসলাম (রনি) বলেন, মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রায়াস। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় উদ্বুদ্ধ হয়ে আদর্শ ও সুনাগরিক হয়ে গড়ে উঠলেই আমাদের স্বার্থকতা।
এছাড়াও স্বপ্নচারী সমাজকল্যাণ সংস্থার পরিচালক ও স্বপ্নচারী- আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ইমরান হোসেন বলেন, “স্বপ্নচারী বিশ্বাস করে যে, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এটাই আমাদের স্বার্থকতা, পড়াশোনার কোন বিকল্প নাই। আমাদের এই উদ্দ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা পড়া শোনায় উদবুদ্ধ হলে আমাদের এ মহতি আয়োজনের স্বার্থকত হবে।