যশোর মণিরামপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত -২ আহত-১

বিশেষ প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় ৩ জন হতাহত হয়েছে। নিহতদের মধ্যে এক জন স্কুলছাত্র ও অপরজন ব্যবসায়ী । এ ঘটনায় আরও এক স্কুল ছাত্র আতহ হয়েছেন৷ ১৫ ডিসেম্বর রোববার দুপুর ১টার দিকে যশোর -চুকনগর মহাসড়কের মণিরাপুরের চালকিডাঙ্গায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন মনিরামপুরের দেলুয়াবাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র আসাবুল হোসেন (১৫) ও হাফিজুর রহমান (৫২)। আহত অপর জন হলেন একই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ইমন হোসেন (১৫)। নিহত স্কুল ছাত্র আসাবুল মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের আহাদ আলীর ছেলে,হাফিজুর রহমান যশোর সদরের শেখহাটি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ,একটি মটর সাইকেলে দুই বন্ধু আসাবুল ও ইমন যশোরের দিকে যাচ্ছিলো, আর হাফিজুর রহমান যশোর থেকে চুকনগরের দিকে যাচ্ছিলেন৷ পথিমধ্যে চালকিডাঙ্গা নামক স্থানে দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইকের চালক ঘটনাস্থলেই নিহত হয়৷
ডুমুরিয়া হাইওয়ে থানা পুলিশের এসআই শিমুল মন্ডল লাশদুটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন। এর আগে আহত ইমনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।