যশোরে আওয়ামীলীগের আরও পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

যশোর প্রতিনিধি: যশোরে আওয়ামীলীগের আরও পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। জেলা বিএনপির অফিস ভাঙচুর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে।

আটক আসামিরা হলেন, যশোর সদর উপজেলার মানিকদিহি গ্রামের মৃত আবু বক্কার বিশ^াসের ছেলে মিজানুর রহমান বুলু, ক্ষিতিবদিয়া গ্রামের আরশাদ আলীর ছেলে মাসুদুর রহমান, শহরের পুলিশ লাইন গেট এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জাকির হোসেন, বিরামপুর কাজীপাড়ার আব্দুল মান্নান খন্দকারের ছেলে সাগর খন্দকার ও শ্যামনগর গ্রামের আরশাদ আলীর ছেলে বদিউজ্জামান বাদল। এরআগে রোববার এ ঘটনার সাথে জরিত আরও চারজনকে আটক করা হয়।

রোববার মধ্যরাতে আসামিদের নিজনিজ বাড়িতে অভিযান চালিয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক মোহাম্মদ নাহিয়ান তাদেরকে আটক করে।

পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তারেক নাহিয়ান বলেন, তারা আওয়ামীলীগ সরকারের আমলে নানা ধরণের অন্যায় করেছেন। এছাড়া তদন্তে উঠে এসেছে এ মামলার এজাহারভুক্ত আসামিদের সাথে আটককৃতদের গভীর সখ্যতা রয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্ত। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির আইন বিষয়ক সাবেক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা শংকরপুর এলাকার অ্যাডভোকেট এমএ গফুর।