যশোর অফিস: যশোর শহরের কারবালা এলাকায় এক ডেভেলপারের ৮তলা ভবনে বোমাবাজির অভিযোগ পাওয়া গেছে। ডেভেলপার এস এম রফিকুল ইসলাম হীরক অভিযোগ করেছেন,তিনি ও তার মাকে হত্যার উদ্দেশ্যে এই বোমা হামলা করা হয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। এর আগে ওই হামলাকারীরা তার ভবনের একটি ফ্ল্যাটও দখল করে নিয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।
যশোর কোতোয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে রফিকুল ইসলাম হীরক উল্লেখ করেছেন,শহরের কারবালা রোড পানি উন্নয়ন বোর্ডের সামনে তার একটি আটতলা ভবন রয়েছে। ভবনটি তিনি নিজ অর্থায়নে তৈরি করেছেন। ওই ভবনের ষষ্ঠতলায় তার একটি ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটের দখল নিতে এবং তাকে হত্যার ষড়যন্ত্র করছেন কারবালা রোড এলাকার তাসলিমা হাসান, তার ছেলে মেহরাব হাসান এবং ফেন্সি হাসান ও তার ছেলে জিসান হাসান, সদরের নারাঙ্গালি এলাকার আনোয়ার গাজী ও তুষার গাজী। এই দুর্বৃত্তরা গত ৩০ অক্টোবর ও ৩১ অক্টোবর রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি তারা প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর এই দুর্বৃত্ত তার ওই ফ্ল্যাটটির তালা ভেঙ্গে দখল করে ভবন নির্মাণের প্রায় সাত লাখ টাকার মালামাল নিয়ে যায় এবং দেড় লাখ টাকার মালামাল ভাংচুর করে। খবর পেয়ে বিষয়টি জানতে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাকে মারতে যান। তখন তিনি জীবন বাঁচাতে পালিয়ে যান।
এর আগে গত ৪ মে ওই দুর্বৃত্তরা ওই ফ্ল্যাটে হামলা চালিয়ে ভাংচুর করেছিল। এখন ওই ফ্ল্যাটটি দখল করে হীরক ও তার মা দিলারা ইসলামকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত এজাহার দিয়েছেন রফিকুল ইসলাম হীরক। এজাহারে তিনি ও তার মায়ের নিরাপত্তা দাবি করেছেন।