যশোর অফিস: যশোর শহরের বিভিন্ন এলাকায় অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার ও পানি বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রহমা ফাউন্ডেশন। শুক্রবার রাতে সংগঠনের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ বিন নাসিরের নেতৃত্বে একদল তরুণ স্বেচ্ছাসেবী নিজ হাতে এসব খাবার বিতরণ করেন।
আব্দুল্লাহ বিন নাসির বলেন, “অসহায় মানুষের কষ্ট দেখে মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি এই কার্যক্রম নিয়মিত চালিয়ে যেতে।”
খাবার পেয়ে রেলস্টেশনের বৃদ্ধ ওসমান আলী বলেন, “কোনো কাজ নেই, মানুষের বাড়ি গিয়ে কিছু চেয়ে খাই। আজ খাবার পাইয়া খুব ভালো লাগল।”
এ সময় তামিম হোসেন, নাঈম উদ্দিন, আবু হানিফসহ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।