যশোর অফিস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অমান্য এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরের শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি ও এটিএন বাংলার বেনাপোল প্রতিনিধি আহম্মদ আলী শাহীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি।
সম্প্রতি যশোর- ১ (শার্শা) আসনের ধানের শীষের একজন মনোনয়ন প্রত্যাশীর মনোনয়ন ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়ে অসৌজন্যমুলক ও দলীয় শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে।
নোটিশটি শনিবার (০১ নভেম্বর) সকালে গণমাধ্যমকর্মীদের হাতে পৌঁছায়।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এই কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, সম্প্রতি যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে এক পথ সভায় অসৌজন্যমুলক ও দলীয় শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আহম্মদ আলী শাহীন। কারণ দর্শানোর নোটিশ হাতে পাওয়ার পর উক্ত বিষয়ে তাকে ৪৮ ঘন্টার মধ্যে জবাব প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।
আজ শনিবার এ বিষয়ে জানতে আহম্মদ আলী শাহীনের মুঠোফোনে একাধিকবার কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন- আহম্মদ আলী শাহীনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে এ ঘটনার জবাব চাওয়া হয়েছে। তিনি জবাব দেওয়ার পর দল সাংগঠনিক ব্যবস্থা নেবে।