যশোরে নৈশপ্রহরীর ওপর সন্ত্রাসী হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

Share

যশোর অফিস: যশোর সদরের হামিদপুর বালির মাঠ এলাকায় এক নৈশপ্রহরীকে রড ও ধারালো চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নৈশপ্রহরীর নাম মহসিন আলী (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাদনডাঙ্গা ইউনিয়নের ধুলিয়ার বাজার এলাকার মৃত জমির উদ্দিন সরদারের ছেলে। বর্তমানে যশোর সদর উপজেলার  আহমেদপুর সিকদার পাড়ায় ভাড়া থাকেন এবং স্থানীয় একটি পুকুরে নৈশপ্রহরীর কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক রাত পৌনে বারোটার দিকে মহসিন পুকুর পাহারা দিতে গেলে অজ্ঞাত দুই ব্যক্তি তার গতিরোধ করে। তারা রড দিয়ে মাথায় আঘাত করে এবং ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় মহসিনকে উদ্ধার করে রাত ১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

Read more