যশোর অফিস: যশোরের দড়াটানা এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা মসজিদে বিএনপির সাবেক মন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আসর বাদ অনুষ্ঠিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা রুহুল আমিন
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি,
যশোর জেলা যুবদলের আহবায়ক এ কে আজাদ তমাল, সদস্য সচিব আনসারুল হক রানা, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী,জেলা মহিলা দলের নেত্রী জাহানারা বেগম, শ্রমিক দলের সভাপতি মফিজুর রহমান, জেলা কৃষক দলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হান্নান ও জেলা তৃণমূল বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা, ঝিকরগাছা, মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক প্রজ্ঞা, দল ও দেশের প্রতি তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।