যশোর অফিস
বিএনপি দেশ থেকে পালানো লাগে এমন রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা হাজারোও নির্যাতন নিপীড়নেও দল কিংবা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আজ সোমবার বিকালে যশোর শহরের টাউনহল ময়দানে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন।
জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে নার্গিস বেগম আরো বলেন, বিএনপির অন্তর্নিহিত শক্তি জাতীয়তাবাদী শক্তি। তৃর্ণমূলের শক্তি। গণঅভ্যুস্থানের মাধ্যমে আমরা গণতন্ত্রের প্রাথমিক স্তরে ধাপ করেছি। আগামিতে এই গণতন্ত্রকে স্থায়ী করবার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচনের দরকার। হাজারোও ত্যাগের বিনিময়ে দেশ নির্বাচনের দিকে যাচ্ছে; সেই নির্বাচনের ট্রানে জনগণ উঠে গেছে। এই নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে বিজয় নিশ্চিত করে রক্তের মূল্য পরিশোধ করতে হবে। যাদের প্রতি আমাদের এই রক্তের ঋণ; সেই ঋণ পরিশোধের জন্য আগামী নির্বাচনে আমাদের বিজয় হতেই হবে।’
সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, মোহাম্মদ ইমদাদুল হক প্রমুখ।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি টাউন হল ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাসস্ট্যান্ড এলাকায় যেয়ে শেষ হয়।