নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রায় ৬/৭ শত সেবাগ্রহীতা ও সেবাদাতা অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী ও যশোরের পুলিশ সুপার রওনক জাহানসহ দুদকের কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দুদকের একার পক্ষে দেশের দুর্নীতি নির্মূল সম্ভব নয়, এজন্য গণমাধ্যম, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে। তিনি সবাইকে নামে-বেনামে অভিযোগ করতে উৎসাহিত করেন এবং বলেন, দুদক কর্মকর্তাদের বিরুদ্ধেও অনিয়ম থাকলে অভিযোগ জানাতে হবে। গণশুনানিতে ৩৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনীত ৭৫টি অভিযোগের শুনানি হয়, যার মধ্যে বেশ কয়েকটি অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয় এবং বাকিগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। “রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত গণশুনানিতে দুর্নীতি প্রতিরোধে জনগণের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা।
যশোরে দুদকের গণশুনানি অনুষ্ঠিত
Read more