যশোর অফিস: যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে। বুধবার দুপুরে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া কারিকরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহার নেতৃত্বে এ অভিযানে বাঁশবাড়িয়া গ্রামের মৃত রওশন আলীর ছেলে টিটো (৪৭), ও মনতাজ আলী সরদারের ছেলে বিল্লাল হোসেন (৪৮) আটক করে এবং তাদের দেহ তল্লাশি চালিয়ে দেহ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন।
ঘটনার বিষয়ে উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক আসলাম হোসেন।#