যশোর অফিস
যশোরে এক গৃহবধূকে জাপটে ধরে নৈতিক কর্মকাণ্ডের চেষ্টাকালে ভিডিও ধারণ করে তিন লাখ টাকা চঁাদাদাবির ঘটনায় আদালতে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলার গোয়ালদাহ গ্রামের বাসিন্দা ভুক্তদভোগী ওই গৃহবধূ বাদী হয়ে একই গ্রামের বাপ্পা রাজ নামে এক যুবকের বিরুদ্ধে এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য বিশেষ পুলিশ সুপার (সিআইডি) যশোরকে নির্দেশ দিয়েছেন। আসামি বাপ্পা রাজ একই গ্রামের গফুর হোসেন ওরফে বসিরের ছেলে।
বাদী মামলায় বলেছেন, তার স্বামী পেশায় একজন আলম সাধু চালক। প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরে আসেন। আসামি বাপ্পা রাজ প্রায়ই সময় হাতে গাছি দা এবং চাকু নিয়ে চলাফেরা করে। বাদী গত ১০ মে বেলা ১১টার দিকে বাড়ির পাশে বাগানে ছাগলের জন্য কাঠালের পাতা কাটতে যান। এসময় আসামি বাপ্পা রাজ সেখানে গিয়ে বাদীর গলায় ছুরি ধরে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং তার তার ব্যবহৃত মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এসময় ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে তিন লাখ টাকা চঁাদা দাবি করে। রাজি না হলে খুন জখমের হুমকি দেয়। ফলে বাধ্য হয়ে বাড়িতে তার স্বামীর বিদেশে যাওয়ার জন্য রাখা এক লাখ টাকা ও কিছু স্বর্ণালংকার এনে দেয়। এরপরও বাকি টাকার জন্য ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দেয়। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা ব্যর্থ হয়ে কোতোয়ালি থানায় গেলে মামলা গ্রহণে অস্বীকৃতি জানায়। বাধ্য হয়ে তিনি আদালতে এই মামলাটি করেছেন।