যশোর অফিস
ভৈরব নদসহ যশোরের সব নদী দখল ও দূষণমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভৈরব নদ সংস্কার আন্দোলন।
(৯ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলনের অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ইকবাল কবির জাহিদ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন,নদী রক্ষায় অবিলম্বে কয়েকটি কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। এর মধ্যে রয়েছে নদীর সীমানার ভেতরের সব অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ,হাসপাতাল, ক্লিনিক, বাজার ও গৃহস্থালির বর্জ্য নদীতে ফেলা বন্ধ,
আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রেনের সংযোগ নদীর সাথে বিচ্ছিন্ন করা,
বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানের আবর্জনা নদীর সীমানায় ফেলা বন্ধে কঠোর আইনি ব্যবস্থা,
নদীর উপর থাকা সংকীর্ণ সেতু অপসারণ করে বিআইডব্লিউটিএ অনুমোদিত নৌ-চলাচল উপযোগী সেতু নির্মাণ,এলজিইডি কর্তৃক পুনঃনির্মাণাধীন সেতুগুলোর কাজ দ্রুত শেষ করা ও অস্থায়ী সেতু মেরামত,নোয়াপাড়া নদী বন্দর সচল রাখতে উজানে দ্রুত নদী সংযোগ স্থাপন,কচুয়া ইউনিয়নে ভৈরব নদীর ১১ কিলোমিটার এলাকা অবৈধ দখলমুক্ত করে একে ইকোপার্ক ঘোষণা।
নেতৃবৃন্দ আরও জানান, দাবিগুলো আদায়ে আন্দোলনের কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে এবং ২৪ সেপ্টেম্বর এলজিইডি দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে যশোর-ঢাকা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তসলিম উর রহমান, নাজিম উদ্দিন, হাচিনুর রহমান, শওকত আলী খান এবং সংগঠনের নেতা প্রকৌশলী আবু হাসান, শাহজাহান আলী, প্রিন্সিপাল ইসরারুল হক, মিজানুর রহমান, পলাশ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস,সুখদেব বিশ্বাস প্রমুখ।