যশোরের কাজিপুরে ছেলের হাতে মা আহত

Share

যশোর অফিস 
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর মুন্সিপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছেলে মাহাবুবুল হক ওরফে পল্লী চিকিৎসক মাহফুজের আঘাতে মা আনোয়ারা বেগম গুরুতর আহত হন। গত বৃহস্পতিবার সকালে এঘটনা ঘটে। আহত আনোয়ারা বেগমকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নুরোল হকের চতুর্থ ছেলে মাহফুজ জোরপূর্বক জমি দখল ও ঘর নির্মাণের চেষ্টা করলে মা বাঁধা দেন। এ সময় তিনি মারধরের শিকার হয়ে অচেতন হয়ে পড়েন। অন্য সন্তান ও এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
ভুক্তভোগী মা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ছোট ছেলে জমি নিয়ে বিরোধ ও হুমকি দিয়ে আসছিল। অপরদিকে বড় ভাইয়েরা জানান, মাহফুজ চারিত্রিকভাবে বেপরোয়া এবং পরিবার থেকে আলাদা বসবাস করছেন।
তবে মাহফুজ দাবি করেন, তিনি মারধর করেননি; মা তর্কের এক পর্যায়ে পড়ে গিয়ে আঘাত পান। তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ জানান, অভিযোগের তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read more