যশোর অফিস
যশোরে দুর্বৃত্তদের চাপাতি আঘাতে মতিয়ার রহমান (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানা এলাকার চাচড়া মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত মতিয়ার রহমান মোটরসাইকেলে করে চাচড়া মোড় থেকে মধ্যপাড়ায় যাচ্ছিলেন। রাত ১১টা ২৫ মিনিটের দিকে তিনি চাচড়া জামে মসজিদের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় তারা পিছন থেকে ধারালো চাপাতি/দা দিয়ে কুপিয়ে কোমরের নিচে গুরুতর রক্তাক্ত জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।