যশোরে স্বামীর বিরুদ্ধে প্রতারনা ও চুরির মামলা

Share

যশোর অফিস: স্বামীর বিরুদ্ধে প্রতারনা ও চুরির মামলা করছেন ফারহানা আক্তার লিপি (৩৩) নামে এক গৃহবধূ। তিনি যশোর সদর উপজেলার মেহেরপুর গ্রামের মৃত মহিবুল ইসলামের মেয়ে। বর্তমানে তিনি যশোর সরকারি মহিলা কলেজের পাশের একটি বাড়িতে ভাড়া থাকেন।

আসামি করা হয়েছে, তার স্বামী খুরশিদ আলমকে (৩৯)। তিনি মাগুরার শালিখা উপজেলার সীমাখালি বাজারের সোলায়মান বিশ্বাসের ছেলে।

ফারহানা আক্তার লিপি এজাহারে উল্লেখ করেছেন, ২০২২ সালের ৫ এপ্রিল খুরশিদ আলমের সাথে তার বিয়ে হয়। খুরশিদ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। কিছুদিন পর চাকরি চলে যায়। পরে ব্যবসার কথা বলে তার কাছ থেকে বিভিন্ন সময় ৭৬ লাখ টাকা নেয়। তিনি সরল বিশ্বাসে টাকা দিয়ে দেন।

গত ২২ জুলাই খুরশিদ ফোন দিয়ে বলে খুব বিপদে আছে। তাকে ঢাকার মালিবাগে আসতে হবে। তিনি তার কথা মতো মালিবাগে গিয়ে ফোন দেন। ফোন বাজার পর সে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বন্ধ করে দেয়। ২৩ জুলাই তিনি সকালে যশোরে ফিরে আসেন। যশোরের ভাড়াবাড়িতে গিয়ে  দেখেন ফ্রিজের নিচের বক্সে রাখা ১০ লাখ ৭৫ হাজার টাকা, ৫২ হাজার টাকা মূল্যের একটি টেলিভিশন এবং আলমারিতে রাখা ২১ ভরি ৮ আনা ওজনের বিভিন্ন প্রকার সোনার গহনা নেই। তিনি বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলে তিনি জানান, তার স্বামী টেলিভিশন এবং হাতে একটি ব্যাগ নিয়ে ২২ জুলাই বিকেলে বাড়ি থেকে বের হন। জিজ্ঞেস করতেই তিনি বলেন, টেলিভিশন মেরামত করতে নিয়ে যাচ্ছেন। পরে তিনি (লিপি) তাকে ফোন করা হলে খুরশিদ জানায়, মূলত তার টাকা পয়সা ও সম্পদ লুট করার জন্য তাকে বিয়ে করেছে। এরপর তাকে আর খুঁজে না পেয়ে তিনি থানায় অভিযোগ করলে পুলিশ গত শনিবার রাতে তা মামলা হিসাবে রেকর্ড করে।

Read more