যশোর অফিস: যশোরে দৈনিক যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের ভিআইপি লাউঞ্জে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব ও দৈনিক যশোর বার্তা সম্পাদকমণ্ডলীর সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের বিকল্প নেই, মফস্বল সাংবাদিকরাই সাধারণ মানুষের প্রকৃত বন্ধু।”
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে সাবেক সম্পাদক আলমগীর মতিন চৌধুরী সাংবাদিকদের সঠিক তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক মুজাহিদ আলী, মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সম্পাদক আব্দুল হাই প্রমুখ।
সভাপতিত্ব করেন যশোর বার্তা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন। তিনি বলেন, “দলমতের ঊর্ধ্বে থেকে সমাজের প্রকৃত সত্য সংবাদ পাঠকের কাছে তুলে ধরতে হবে।”
অনুষ্ঠান শেষে ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক কে. এম. ইদ্রিস আলীকে সভাপতি, সহকারী সম্পাদক মোহাম্মদ মুজাহিদকে সাধারণ সম্পাদক ও খুলনা অফিসের প্রতিবেদক বেলায়েত হোসেন বাচ্চুকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানটি দোয়া, মধ্যাহ্ন ভোজ ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শেষ হয়।