যশোরে ৮শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী আটক

Share

যশোর অফিস: যশোরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। শনিবার সন্ধ্যায় তাকে আটক করার পর রোববার আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আটক নারীর নাম মাসুরা বেগম। তিনি ঝিকরগাছা উপজেলার গদখালী সদিরালী গ্রামের মৃত আরশাদ আলীর মেয়ে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তাদের কাছে খবর আসে এক নারী মাদক নিয়ে চাঁচড়া চেকপোস্ট এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিক এএসআই আশিকুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। এ সময় মাসুরা বেগমকে দেখে তাদের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে তার কাছে ট্যাপেন্টাডল ট্যাবলেট রয়েছে। পরে তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

Read more