যশোরে পুলিশ আলাদা অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গঁাজাসহ দুইজনক আটক

Share

যশোর অফিস: যশোরে পুলিশ আলাদা অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গঁাজাসহ দুইজনকে আটক করেছে। এই ঘটনায় আলাদা দুটি মামলায় তিনজনকে আসামি করা হয়েছে।

ডিবি পুলিশের এসআই বাবলা দাস জানিয়েছেন, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের পুরাতন কসবা আমতলা এলাকার রুমির বাড়ির সামনে দাড়িয়ে দুই যুবক ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল। এরা হলো, ওই এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে সবুজ করিম পিরু (৪৩) এবং সদর উপজেলার রহেলাপুর গ্রামের শামীম (৪৮)। তিনি সেখানে অভিযান চালালে পুলিশ দেখে শামীম দৌড়ে পালিয়ে যায়। তবে পিরুকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় দুইজনকে আসামি করে একটি মামলা হয়েছে।

অন্যদিকে চঁাচড়া পুলিশ ফঁাড়ির এএসআই সবুজ গাজী জানিয়েছেন, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের একটি চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়ে। সে সময় পুলিশ দেখে সুজলপুর উত্তপাড়ার আব্দুল গণি খানের ছেলে আমিদুল খান বাবু (৫০) দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পিছু ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একশ গ্রাম গঁাজা উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় আরো একটি মামলা হয়েছে।

Read more