যশোর অফিস: যশোরে ইজিবাইক থামিয়ে ছিনতাই করতে গিয়ে হাতে-নাতে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। এ সময় পালিয়ে যায় আরও তিনজন। আটক ফাহাদ নাদিম তিনি ঢাকা সাভারের ছোট ওমরপুর গ্রামের আজাদ খানের ছেলে। এ ঘটনায় যশোরের সানতলা এলাকার বাসিন্দা তৌফিক ইমরান কোতোয়ালি থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। পলাতক আসামিরা হলেন যশোর শহরের ঘোষপাড়ার ইমন, বয়লার পট্টির কাওসার এবং ঘোষপাড়ার সাব্বির। মামলায় বাদী উল্লেখ করেন, শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে তিনি ইজিবাইক নিয়ে যাচ্ছিলেন। এমন সময় পালবাড়ি সিঙ্গার শোরুমের সামনে পৌছালে আসামিরা তার গতিরোধ করে বলে ‘যা আছে সব দিয়ে দাও’। এরপর তারা দেশীয় অস্ত্র নিয়ে তাকে ঘিরে ফেলে। ভয়ে তিনি পকেটে থাকা ৫ হাজার টাকা আসামিদের হাতে তুলে দেন। তারপরও আসামিরা নানা ধরনের ভয়ভীতি দেখাতে থাকে। এক পর্যায়ে বাদী চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। এ সময় আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ফাহাদ নাদিমকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। পরে বাদী চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
যশোরে ইজিবাইক থামিয়ে ছিনতাই করতে গিয়ে যুবক আটক
