যশোরের নাভারণ বাজারে পৃথক দুই মারামারিতে কয়েকজন আহত

Share

যশোর অফিস: যশোরের শার্শা থানার নাভারণ বাজারে পৃথক দুটি মারামারির ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের প্রথমে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে যশোর সদর ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথম ঘটনাটি ঘটে রোববার দুপুরে নাভারণ মোটর শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে। এ সময় ইউনিয়নের সভাপতি আ. রাজ্জাক (৫০), নুর নবী (৪৮) ও টিটু (২৪) দেশীয় অস্ত্র ও লাঠি-শোঠা দিয়ে হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, শুকুর আলী (৪২), রাজা (২৭)সহ বিএনপি সমর্থিত একটি গ্রুপ ১০-১২ জন সহযোগী নিয়ে এ হামলা চালায়। দীর্ঘদিন ধরে সভাপতি রাজ্জাক ও ড্রাইভার শুকুর আলীর মধ্যে বিরোধ চলছিল বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দ্বিতীয় ঘটনা ঘটে দুপুর  সাড়ে ১২টার দিকে নাভারণ সাতক্ষীরা মোড়ে। পূর্ব শত্রুতার জেরে রুহুল আমিন (৪৮), আব্দুর রাজ্জাক (৪০) ও সাইফ হাসান (২৫) মারপিটের শিকার হন। হামলায় দা ও জিআই পাইপ ব্যবহার করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্তদের মধ্যে শুকুর (৪৫), রাসেল (৩২) ও মনিরুল (৩০)-এর নাম জানা গেছে।

পুলিশ জানায়, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Read more