খুলনা প্রতিনিধি
খুলনা রেঞ্জ ডিআইজি মো.রেজাউল হক, পিপিএম-এর সভাপতিত্বে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার খুলনায় আয়োজিত এ সভায় রেঞ্জের ৬৪ থানার কম্পিউটার অপারেটর ছাড়াও ১০ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ড. মো. আশরাফুর রহমান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে করণীয় ও বর্জনীয় দিকসহ নানা গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
সভায় জানানো হয়, এ ধরনের উদ্যোগ পুলিশের পেশাদারিত্ব বৃদ্ধির পাশাপাশি জনবান্ধব কার্যক্রম বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে এবং পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।