যশোর অফিস
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে রোগীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির সময় এক নারী চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।আটককৃত শিউলি বেগম ঝিনাইদহের কালীগঞ্জ রেলস্টেশন এলাকার মৃত মকবুল হোসেন শেখের কন্যা।
হাসপাতাল সূত্রে জানা যায়, শার্শার উল্লাসী ইউনিয়নের যদুনাথপুর গ্রামের মীর মোশাররফ হোসেন তার কন্যা লাবনীকে চিকিৎসা করাতে বহির্বিভাগের ৬ নম্বর রুমের সামনে অবস্থান করছিলেন। ভিড়ের মধ্যে শিউলি বেগম লাবনীর ব্যাগ থেকে সাড়ে তিন হাজার টাকা চুরি করে পালানোর চেষ্টা করলে লাবনী চিৎকার দেন। স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে।এসময় শিউলি মাটিতে২ হাজার ২২২ টাকা ফেলে দেয়।
পরে আরো দুই রোগী আরবপুর গ্রামের বাবলুর রহমানের স্ত্রী নুরুন্নাহার ও মাগুরার শালিখা উপজেলার কুশখালী গ্রামের আব্দুর রহমানের স্ত্রী শেফালী বেগম পুলিশের কাছে অভিযোগ করেন, শিউলি তাদের ব্যাগ থেকেও যথাক্রমে ৫২০০ টাকা ও ২১০০ টাকা চুরি করেছে।
হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য সোহেল রানা জানান, আটক শিউলি বেগমকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। থানার এসআই কামরুল ইসলাম বলেন, “শিউলি বেগমের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে।