যশোর অফিস
যশোরের চৌগাছা উপজেলায় এক নারীর ওপর ধর্ষণচেষ্টা ব্যর্থ হয়ে তার আঙুল কামড়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত তাহাজ্জত ওরফে ট্যানাকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের মাদ্রাসা পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ট্যানা ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্নভাবে ক্ষতি করার পরিকল্পনা করছিল সে। ঘটনার দিন ওই নারী বাড়িতে একা ছিলেন। এসময় ট্যানা ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। নারী চিৎকার করলে ট্যানা তার আঙুল কামড়ে ছিঁড়ে ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে পুলিশকে খবর দেন। চৌগাছা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্যানাকে আটক করে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”
স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।