যশোরে মাদকবিরোধী অভিযানে দম্পতি আটক, গাঁজা উদ্ধার

Share

যশোর অফিস 
যশোর শহরের টিবি ক্লিনিক এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটক দম্পতি হচ্ছে শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার মমিনুল ইসলাম ও তার স্ত্রী শিলা খাতুন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা ,রোববার দুপুর সাড়ে ১২টার পর তাদের কাছে খবর আসে টিবি ক্লিনিক এলাকায় মাদক ব্যবসায়ীরা নিজ বাড়িতে অবস্থান করছেন। তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে মমিনুল ইসলামের ভাড়া বাড়ি থেকে তাকে ও তার স্ত্রী শিলাকে আটক করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে আসামি শিলা খাতুনের বিরুদ্ধে মামলা করেন এবং তাকে আদালতে সোপর্দ করা হয়। অন্যদিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মমিনুল ইসলামকে ৩০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান সরদার।

Read more