ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরসংকর গ্রামে বাসরঘরেই বর কর্তৃক তালাকপ্রাপ্ত এক নববধূ বর্তমানে তার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে।
শনিবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উবায়দুর রহমান।
স্থানীয়রা জানিয়েছেন, দশম শ্রেণি পড়ুয়া এক মাদরাসাছাত্রীর তিন বছরের সম্পর্ক ছিল। উপজেলার মাইজবাগ ইউনিয়নের চরসংকর গ্রামের কুদ্দুম মিয়ার ছেলে মো. মিজান মিয়ার (২৩) সঙ্গে। বিয়ের প্রলোভনে কয়েকবার বাড়ি নেওয়া হলেও মিজান সে মুহূর্তে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে নববধূকে পাশের বড়হিত ইউনিয়নের এক গার্মেন্টকর্মীর কাছে বিয়ে দেওয়া হয়। শুক্রবার (২২ আগস্ট) পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন করে বর কনেকে তার বাড়িতে নিয়ে যান।
নববধূ জানান, বর শ্বশুরবাড়ি গিয়ে নিজের কর্মস্থলে যাওয়ার সুযোগে তিনি প্রেমিককে ডেকে আনেন। বিষয়টি ধরা পড়লে বর বাসরঘরেই তাকে তালাক দেন এবং প্রেমিককে আটক রাখেন। পরে স্থানীয় মেম্বারের প্ররোচনায় প্রেমিক লাপাত্তা হয়ে যায়।
নববধূ শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার বিকেল পর্যন্ত তিনি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনড় ছিলেন। তিনি বলেন, আমার সাজানো বাসরঘর থেকে প্রেমিকের কথায় তালাকপ্রাপ্ত হয়েছি। এখন সব হারিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছি। বিয়ে না হলে জীবন শেষ করে দেব।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উবায়দুর রহমান বলেন, স্থানীয় মেম্বার বাবুল প্রেমিককে জিম্মায় রেখেছিল বিয়ে করানোর জন্য। অজ্ঞাত কারণে সে লাপাত্তা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মেম্বারকে বিয়ে সম্পন্ন করতে বলা হয়েছে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।