ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ ও মানহানির অভিযোগ আদালত যে টাকা দেওয়ার নির্দেশ দেন

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ ও মানহানির অভিযোগ তুলেছিলেন মার্কিন লেখক ই জেন ক্যারল। এই মামলায় ক্যারলকে ক্ষতিপূরণ হিসেবে ৮ কোটি ৩৩ লাখ ডলার দেওয়ার জন্য ট্রাম্পকে নির্দেশ দিয়েছে ম্যানহাটনের ফেডারেল আদালত।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার আদালতের নয় সদস্যের প্যানেল এই নির্দেশ দেন। এতে বলা হয় শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ক্যারলকে ৬ কোটি ৫০ লাখ ডলার দেবেন ট্রাম্প। এ ছাড়া সুনাম ক্ষুণ্ন হওয়ায় এবং মানসিক ক্ষতিসাধনের জন্য আরও জরিমানা মিলিয়ে মোট ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ পাবেন ক্যারল।
ভুক্তভোগী নারী ক্যারল এই রায়কে নারীদের অবমাননাকারীদের বিরুদ্ধে বিশাল জয় বলে অভিহিত করেছেন।
তবে এই রায়কে হাস্যকর বলে উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের বিরুদ্ধে ১৯৯৬ সালে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরে ধর্ষণের অভিযোগ তুলে গত বছর মামলা করেন ক্যারল।