শেখ হাসিনা কামাল সহ আ: লীগের ৮৪ নেতা কর্মীর নামে হত্যা চেষ্টা মামলা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুর কোতয়ালী থানায় এই মামলাটি দায়ের করা হয়।
দিনাজপুর সদর উপজেলার উত্তর শেখপুরা গ্রামের আক্কাস আলীর স্ত্রী মোছাম্মৎ রাশেদা খাতুন বাদী হয়ে মামলাটি করেন।

তার ছেলে আশরাফুল আলম ওই হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার তদন্তভার উপপরিদর্শক (এসআই) রাজা মিয়াকে দেওয়া হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ ইকবালুর রহিম, সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক ও মনোরঞ্জন শীল গোপালসহ ৮৪ জন। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩০০ থেকে ৩৫০ জনকে।