যশোরে চোরচক্রের আরেক সদস্যকে আটক

যশোর প্রতিনিধি: যশোরে চোরচক্রের আরেক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। চোরচক্রের দুই সদস্য চাঁচড়ার রবিউল ইসলাম রবি ও নড়াইল লোহাগড়ার রিজভী আহম্মেদ রাফিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে তাদের আরেক সদস্য চাঁচড়া রায়পাড়ার হাসিবুর রহমান কবিরকে আটক করে । পরে তাদের স্বীকারোক্তিতে চোরাই দুইটি মোটরসাইকেল, দুইটি হেলমেট, ডিজিটাল নাম্বার প্লেট,  একটি টিভি, একটি মোবাইল ফোন, ইলেক্ট্রিক চুলাসহ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরজ্ঞাম উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, রবি ও রাফিন মণিরামপুরে একটি বাড়িতে চুরি করতে যেয়ে হাতে নাতে ধরা খায়। এদিকে, যশোর শহরের খোলাডাঙ্গা মহিবুর রহমানের বাড়ীতে চুরির ঘটনা তদন্ত করতে যেয়ে চার আসামিকে আটক করে। তাদের মধ্যে একজন ছিলো রবির স্ত্রী অন্যরা রবি ও রাফিনের সহযোগি। যা তারা স্বীকার করেন। এর প্রেক্ষিতে ডিবি রবিউল ও রাফিনের রিমান্ডের আবেদন জানান। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নিলে তারা শহরের বিভিন্ন স্থানে চুরি ঘটনা স্বীকার করেন। তাদের অন্যতম সহযোগি কবিরকে প্রথমে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে যশোর শহরের খোলাডাঙ্গা গ্রামের এনামুল কবীর বাবু ও তালবাড়ীয়া গ্রামের মোজাম্মেল হকের বাড়িতে চুরির ঘটনা স্বীকার করেন। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ডিবি। সেসব স্থান থেকে মহিবুর রহমানের বাড়ীথেকে চুরি হওয়া মালামালের মধ্যে একটি মোবাইল ফোন, একটি টিভি, এনামুল কবিরের বাসা থেকে চুরি হওয়া একটি ডিসকভার মোটরসাইকেল, মোজাম্মেল হকের বাসা থেকে চুরিকরা একটি হিরো ইগনিটোর মোটরসাইকেল ও তার ডিজিটাল নাম্বার প্লেট, ইলেক্ট্রনিক চুলা, ২টি হেলমেট উদ্ধার করে। এছাড়া চুরি ও মালামাল উদ্ধারের ঘটনায় ভুক্তোভুগিদের মধ্যে খোলাডাঙ্গার সোয়ায়েব হোসেন ও ছোট গোপালপুর গ্রামের মোজাম্মেল হক বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে পৃথক দুইটি মামলা করা হয়েছে। এ মামলায় ওই তিনজনকে আটক দেখানো হয়েছে।