যশোরে পুলিশ ও মাদকদ্রব্য বিভাগের  হাতে ইয়াবা গাঁজাসহ গ্রেফতার-২

বিশেষ প্রতিনিধি
কোতয়ালি থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ও তিনশ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতের রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের ঘোপ ( জেলরোড বেলতলা বাউ বাজারস্থ জনৈক শাহিন এর বাড়ির ভাড়াটিয়া) আহাদ আলীর ছেলে মেহেদী হাসান রকি ও সদর উপজেলার বিরামপুর (কালীতলা পশ্চিমপাড়া,ওয়ার্ড নং ১ এর) মৃত জয়নাল আবেদীনের ছেলে আসলাম হোসেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
কোতয়ালি থানার এসআই অমিত কুমার দাসসহ একদল পুলিশ মঙ্গলবার রাত ১১ টায় গোপন সূত্রে খবর পান শহরের ঘোপ জেলরোড বেলতলা বউ বাজারস্থ জনৈক শাহিন এর বাড়ির ভাড়াটিয়া মেহেদী হাসান রকি তার কক্ষে মাদকদ্রব্য ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রকিকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ৪৫ পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা বুধবার ২০ সেপ্টেম্বর সকালে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কালীহতলা পশ্চিমপাড়া এলাকার  আসলাম হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় আসলাম পালানোর চেষ্টার এক পর্যায় গ্রেফতার হন। পরে তার দখলে থাকা ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। বুধবার ২০ সেপ্টেম্বর বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।