টাঙ্গাইলে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ঝরে গেল চারটি প্রাণ

টাঙ্গাইল প্রতিনিধি: বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী লিংক রোডে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ঝরে গেল চারটি প্রাণ। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান।

তিনি জানান, ‘ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী সততা পরিবহনের একটি বাস রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে পৌঁছায়। এ সময় কালিহাতী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। তবে কারও পরিচয় এখনো জানা যায়নি।

ওসি আরও জানান, ‘দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ দুর্ঘটনার পর থেকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সল্লা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট সমস্যা সমাধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।