যশোরে র‌্যাবের হাতে ফেনসিডিলসহ তিন মোটর সাইকেল আরোহী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা গভীর রাতে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মন্ডলগাতী গ্রামের তিন রাস্তার মোড়ের অদূরে ২০ বোতল ফেনসিডিলসহ তিন মোটর সাইকেল আরোহীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর (আদর্শ পাড়া) গ্রামের মৃত হান্নান শেখ এর ছেলে ইমাম হোসেন রিদয়,যশোর শহরের শংকরপুর ( ছোটনোর মোড়) এলাকার মৃত আশরাফ হাওলাদারের ছেলে ঝন্টু হাওলাদার ও শহরের চাঁচড়া রায়পাড়ার তরিকুল ইসলামের ছেলে ইমন কাজী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শুক্রবার ১৫ সেপ্টেম্বর সকালে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, এসআই সেলিম রেজার নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস টিম শুক্রবার দিবাগত গভীর রাত সাড়ে ৩ টায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মন্ডলগাতী গ্রামের তিন রাস্তার মোড়ে গোপন সূত্রে খবর পেয়ে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা পালসার মোটর সাইকেল যার রেজিষ্ট্রেশন নং (ঢাকা মেট্টো ল-১৫-৩৫৭৬) তিন আরোহী পালানোর এক পর্যায় তাদের চেষ্টা ব্যর্থ করে ইমাম হোসেন রিদয়,সহযোগী ঝন্টু হাওলাদার ও ইমন কাজীকে গ্রেফতার করে। এ সময় ইমাম হোসেন রিদয়ের ডান হাতে একটি ব্যাগের মধ্যে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উপস্থিতি লোকজনের সামনে ফেনসিডিল ও মোটর সাইকেল জব্দ করেন। পরে তাদেরকে কোতয়ালি থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দেন।