আইনজীবী ফোরামের সাবেক সভাপতি আবু মোর্ত্তজা ছোট’র বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবি 

যশোর প্রতিনিধি 
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোরের বিশেষ সাধারণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনাতয়ে আয়োজিত এ সভায় সভাপত্বি করেন ফেরামের অন্যতম সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম।
যশোর আইনজীবী সিমিতির নির্বাচন-২০২৪ কে সামনে রেখে ফোরামের মধ্যে দীর্ঘ দিনের মতবিরোধের অবসান হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে এ সভা থেকে। ফোরামের বহিস্কৃত সাবেক সভাপতি আবু মোর্ত্তজা ছোট’র বহিস্কার আদেশ প্রত্যাহারের ব্যাপারে অনেকে মতামত দিয়েছেন তাদের বক্তব্যে।
সভায় বক্তরা বলেন, সমিতির নির্বাচনে ফোরামের প্রার্থী খুজে পাওয়া যাচ্ছে না। অনেকে নিশ্চিত পরাজয় জেনে ভোটে প্রার্থী হতে চাচ্ছেনা। ফেরামের সাবেক সভাপতির আবু মোর্ত্তজা ছোট বহিস্কার হওয়ার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ ছোটর বহিস্কার আদেশ প্রত্যাহার করে তাকে সমিতির সাধারণ সম্পাদক পদে প্রার্থী দিলে অনেকেই নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করবেন। তাই আইনজীবী সমিতিতে জাতীয়তা বাদী ফোরমের ভীত মজবুত করতে ছোটর বহিস্কার আদেশ প্রহত্যাহারের সুপারিশ করেছেন অনেকে।
সভার সভাপতি নজরুল ইসলম বলেন, কেন্দ্রের সুপারিশে বিশেষ সাধারণ সভা আহবান করা হয়েছে। এ সভায় সদস্যদের উপস্থিতি বলে দিচ্ছে আমরা ঐক্য বদ্ধ আছি। বক্তাদের বক্তব্যের নোট নেয়া হয়েছে। রেজুলেশন হিসেবে এ বক্তব্য কেন্দ্রে পাঠানো হবে। এ বক্তব্য বিচার বিশ্লেষন করে কেন্দ্রীয় নেতারা সিদ্ধন্ত দিবেন। যা সকল সদস্যরা জানতে পারনেবন।
ফোররামের সাধারণ সম্পাদক আমিনুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইসহক, শেখ আব্দুল মোহায়মেন, জাফর সাদিক, সৈয়দ সাবেরুল হক সাবু, মাহবুবুর রহমান, ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল কুদ্দুস কচি, আরএম মঈনুল হক খান ময়না, আরিফুর রহমান শান্তি, মনজুরুল মাহমুদ লিটু, আ.স.ম ইনামুজ্জামান, মাহমুদা খানম, একেএম আকরাম হোসেন, লতিফুর রহমান খোকন, মোস্তফা কামাল মিঠু, সাদেকা খাতুন বিল্লু, কাজী সেলিম রেজা ময়না, গাজী মহিদুল ইসলাম, জুলফিকার আলী জুলু, এসএম আব্দুর রাজ্জাক, কাজী মশরুর মুর্শিদ বাপী, নুর আলম পান্নু, আলাবুদ্দিন খান, শামস ইমরান, মোস্তফা কামাল মিন্টু প্রমুখ।