যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম 

যশোর প্রতিনিধি 
যশোর সদর উপজেলার মাহিদিয়ায়া জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজনকে ছুরিকাঘাত করে ও দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
আজ বুধবার সন্ধার দিকে ওই এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার মাহিদিয়া গ্রামের
আকরাম মোড়লের ছেলে আকাশ (২৭),মৃত আকবর আলীর মোড়লের ছেলে জাকির মোড়ল (৪৫),সোহাগ মোড়ল (৩০)কে রক্তাক্ত জখম করে।
আহত আকাশের পিতা আকরাম আলী মোড়ল জানায়, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের কারণে আজ বুধবার সন্ধ্যার দিকে,একই গ্রামের উত্তর পাড়ার মৃত সমিল উদ্দিনের ছেলে রহমত আলী (৪৫),সাকওয়াত আলী (৪৫),রহমত আলীর ছেলে ইব্রাহিম (২৫) সহ ৪/৫ জন আমার বাড়ির পিছনে এসে প্রথমে ছবি তুলছিলো,আমি এগিয়ে মেয়ে জানতে চাই ছবি তুলছিস কেন। তখন রহমত গং বলে ছবি তুলেছি তা কি হয়েছে। তখন আকাশ, সোহাগ, জাকির, এগিয়ে আসলে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। রহমত গং দের কাছে যে ছুরি আছে আমরা তা জানতে বা বুঝতে পারিনি। একপর্যায়ে তারা ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আয়সা বলেন আকাশ ও জাকিরের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন এধরনের ঘটনায় থানায় কেউ রিপোর্ট করেনি।