যশোরে চাঁদাবাজির অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি 
যশোর জেলা পরিষদ মার্কেটের এক কাপড় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবি ও আদায়ের অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন শেখহাটি এলাকার ইয়াসিন আলীর ছেলে ইসরাইল হোসেন। আসামিরা হলেন, একই এলাকার মৃত আবু জেহেরের ছেলে মনিরুল ইসলাম ও বড় শেখহাটির আব্দুর রশিদের ছেলে সেলিম হোসেনসহ অজ্ঞাত আরও ২-৩ জন।  অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, আসামিরা এলাকার সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত। দীর্ঘদিন ধরে আসামিরা তার কাছে এক লাখ টাকা চাঁদাদাবি করে আসছিলো। অস্বীকার করায় নানা ধরণের হুমকি ধামকি দিতে থাকে। এরমাঝে গত ৫ মে বাদী নিজ বসতবাড়ির সামনে অবস্থান করছিলেন। এমন সময় আসামিরা চাইনিজ কুড়াল ও গাছি দা নিয়ে বাদীকে ঘিরে মারপিট করে। পরে গলায় গাছিদা ধরে সেই চাঁদার একলাখ টাকা দিতে বলে। অন্যথায় হত্যার হুমকি দেয়। বাধ্য হয়ে বাদী নিজের কাছে থাকা ব্যবসার ৫০ হাজার টাকা আসামিদের হাতে তুলে দেয়। শেষ মেষ সাতদিনের মধ্যে বাকী ৭০ হাজার টাকা না দিলে হত্যার হুমকি দিয়ে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করেন । পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। বাধ্য হয়ে বাদী আদালতে মামলা করেন। #