মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব

ঢাকা টাওয়ার ডেক্স: আজ বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। পুজারি ও ভক্তদের ব্যস্ততা চরমে। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি কাজ করছে পূজা উদযাপন কমিটিও। পূজা ঘিরে নিরাপত্তায় কোন ঝূঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। তবে শংকা পুরোপুরি কাটেনি বলে মনে করে পূজা উদযাপন কমিটি।

বছর ঘুরে আবারো এসেছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাদেবীকে আমন্ত্রণ জানাতে দেশের অন্য মন্দিরগুলোর মতই প্রস্তুত ঢাকেশ্বরী মন্দির। মন্দির এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে মণ্ডপের সংখ্যা কমেছে জানিয়ে হতাশা প্রকাশ করেছেন আয়োজকরা।

এদিকে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মাহফুজ আলম রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। তিনি অভিযোগ করেন, দেশি-বিদেশি একটি চক্র সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দুরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে। একইসঙ্গে তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের দুটি দাবি মেনে নিয়েছে সরকার।

৫ আগস্টের পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংখ্যালঘুদের ওপর কিছু হামলার ষড়যন্ত্র হয়েছে বলেও অভিযোগ করেছেন মাহফুজ আলম।