যশোর অফিস
যশোরে ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ৫ নভেম্বর রাতে ভুক্তভোগী বাড়ির মালিক সদর উপজেলা ভায়না (দোরাস্তা) গ্রামের হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮জনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন।
বাদী মামলায় বলেছেন, গত ৪ নভেম্বর রাত ১০টার দিকে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। ঘরের পিছনে তালা ভেঙ্গে গভীর রাত ২টার দিকে তার স্ত্রী ও মেয়ে ঘুমিয়ে থাকা পাশের রুমে অজ্ঞাতনামা ডাকাতরা প্রবেশ করে। এসময় ধারালো অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলে। ওয়্যারড্রবে থাকা আলমারীর চাবি নিয়ে সেখানে থাকা ১৮ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা একটি মোবাইল ফোন ও ৭০ হাজার টাকার জিনিসপত্র লুটপাট করে নেয়। প্রায় দু’ঘন্টা ধরে ডাকাতি করে চলে যাওয়ার পরে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে।