যশোর অফিস
যশোরের শার্শা উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে এঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম গোলাপী খাতুন (২২)। তিনি শার্শা উপজেলার বেড়ি নারানপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আনার হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১টার দিকে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় অজ্ঞাত কারণে মনোমালিন্য হয় গোলাপীর। পরে অভিমান করে তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ।