বেনাপোল হয়ে ভারতে গেল নড়াইলের ১৭২ জন তীর্থযাত্রী

Share

যশোর অফিস 
যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ১৭২ জন তীর্থযাত্রী ধর্মীয় তীর্থযাত্রার উদ্দেশ্যে ভারতে গেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে তারা ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে আনুষ্ঠানিকভাবে ভারতে প্রবেশ করেন।
তীর্থযাত্রী দলের নেতৃত্ব দেন চরখালী গ্রামের শান্ত মহারাজের পুত্র সর মহারাজ (পাসপোর্ট নং: A01896557)। তাঁর নেতৃত্বে নড়াইল জেলার বিভিন্ন এলাকার নারী-পুরুষ অংশ নেন। তারা ভারতের গয়া, বুদ্ধগয়া, আগ্রা, মথুরা ও বৃন্দাবনসহ বিভিন্ন ধর্মীয় তীর্থস্থান পরিদর্শনের পরিকল্পনা করেছেন।
বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, তীর্থযাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র ও পরিচয় যাচাইয়ের পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর তারা নিরাপদে ভারতে প্রবেশ করেন।
জানা গেছে, তীর্থযাত্রীরা পূণ্যস্নান ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করে প্রায় ১৫ থেকে ২০ দিন পর দেশে ফিরবেন।
প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী প্রতিবেশী দেশ ভারতে তীর্থযাত্রায় যান। ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হিসেবে এ যাত্রা তারই ধারাবাহিকতা বহন করছে।

Read more